প্রচ্ছদ ›› রাজনীতি

নির্ধারিত সময়ের আগেই বিএনপির গণসমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২২ ১২:০৫:৩১ | আপডেট: ১ year আগে
নির্ধারিত সময়ের আগেই বিএনপির গণসমাবেশ শুরু
সংগৃহীত ছবি

নির্ধারিত সময়ের আগেই রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়।

এ সময় মঞ্চে দলের কেন্দ্রীয় কোনো নেতা উপস্থিত না থাকলেও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ কয়েকজন ছিলেন।

সমাবেশ উপলক্ষে আজ সকাল থেকে বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশের মাঠে উপস্থিত হচ্ছেন।

এর আগে সকাল ৬টার দিকে সমাবেশস্থল নগরীর ফায়ার সার্ভিস মোড় সংলগ্ন হাজী মোহম্মদ মোহসিন স্কুলের মাঠের (মাদ্রাসা মাঠ) গেট খুলে দেওয়া হলে ঢুকতে শুরু করেন নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের।

বিএনপির নেতারা বলেছেন, সমাবেশের আগেই বিভিন্ন জেলার নেতাকর্মীরা রাজশাহীতে অবস্থান করছেন। সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

আরও পড়ুন - খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির অন্যান্য বিভাগীয় সমাবেশের মতো রাজশাহীর সমাবেশের আগেও ডাকা হয় পরিবহন ধর্মঘট। এ কারণে সমাবেশ সফল করতে রাজশাহীতে আগেভাগেই জড়ো হন নেতাকর্মীরা। 

তারা জানিয়েছেন, পরিবহন ধর্মঘটের কারণে সমাবেশে যোগ দিতে বেগ পেতে হয়েছে অনেককে। রাস্তায় পুলিশি তল্লাশিও চালানো হয়েছে। সমাবেশকে সামনে রেখে গত ১ ডিসেম্বর থেকে রাজশাহী বিভাগের আটটি জেলায় পরিবহন ধর্মঘট চলছে।

এসব জেলা থেকে আসা নেতাকর্মীরা ভেঙে ভেঙে বিকল্প উপায়ে রাজশাহীতে এসেছেন। তারা সমাবেশস্থল মাদ্রাসা মাঠ এলাকায় অবস্থান নেন। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল ও এর আশপাশ।

বিএনপির নেতারা বলেছেন, সমাবেশের আগেই বিভিন্ন জেলার নেতাকর্মীরা রাজশাহীতে অবস্থান করছেন। সমাবেশের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। পরিবহন ধর্মঘট দিয়ে বিএনপি নেতাকর্মীদের আটকানো যায়নি।

এ গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল মাহমুদ হাসান টুকু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির যুগ্ম মহাসচিব চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের এমপি হারুন অর রশিদ, বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সভাপতিতত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি এরশাদ আলী ঈশা।

এদিকে, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার, সংসদকে বিলুপ্ত, সরকারকে পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিভাগীয় সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, ফরিদপুর, সিলেট ও কুমিল্লায় গণসমাবেশ করা হয়েছে। সামনে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ কর্মসূচি রয়েছে দলটির।