প্রচ্ছদ ›› রাজনীতি

নৌকা বিপুল ভোটে জয়ী হবে: ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক
০৭ জানুয়ারি ২০২৪ ১৫:৪৫:০০ | আপডেট: ৩ মাস আগে
নৌকা বিপুল ভোটে জয়ী হবে: ফেরদৌস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে ঢাকা-১০ আসনে নির্বাচন করছেন চিত্রনায়ক ফেরদৌস। তবে এই অভিনেতা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ভোটার। যা ঢাকা ১৭ আসনের অন্তর্ভুক্ত। আর এ কারণেই সকাল ১০টার পর ভোট দিতে যান ভাষানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফেরদৌস বলেন, ‘ভোটের পরিবেশ খুবই সুন্দর। বাড়াবাড়ি নেই, কোথাও কোনো ঝামেলা দেখিনি। লোকজন একটু স্লো আসছে। কিন্তু ভোটার উপস্থিতিও ধীরে ধীরে বাড়ছে।’

নিজের ভোট নিজেকে না দিতে পারার বিষয়ে তিনি বলেন, ‘প্রার্থী হয়ে দারুণ লাগছে, প্রধানমন্ত্রী আমাকে প্রথম ভোটটি দিয়েছেন। এটা আমার জন্য বড় ব্যাপার। এবার আমার ভোট প্রদান করতে পেরে ভালো লাগছে। নিজের জন্য দিতে পারলে আরও ভালো লাগতো। নৌকার জন্য দিয়েছি, এটাই ভালো লাগা। যেখান থেকেই ভোট দেই নৌকা আমাদের। সব মিলিয়ে বেশ ভালো অভিজ্ঞতা।’

জয়ের ব্যাপারে আশাবাদী ফেরদৌস বলেন, ‘নৌকার বিজয় সুনিশ্চিত। আমি কথা দিয়েছিলাম, ঢাকা-১০ কে ১০-এ-১০ বানাব। ১০-এ দুই তো পেয়েই গেলাম। আমার মনে হয়, নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে।’

এর আগে ফেরদৌস বলেছিলেন, বিজয়ী হতে পারলে তিনি বিজয়মালা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গলায় আর নিজের আসন উৎসর্গ করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে ফেরদৌসের প্রতিদ্বন্দ্বী জাকের পার্টির মো. হুমায়ুন কবীর এবং জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান। এফবিসিসিআই এর সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বর্তমানে এ আসনের সংসদ সদস্য।