প্রচ্ছদ ›› রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসায় বিদেশে পাঠানোর দাবি

নয়া পল্টনসহ সারা দেশে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২১ ১৩:১৭:০৬ | আপডেট: ৩ years আগে
নয়া পল্টনসহ সারা দেশে বিএনপির সমাবেশ

দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে দেশের সব বিভাগীয় সদরে সমাবেশ করবে বিএনপি। এরই অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে এ সমাবেশ।

সমাবেশকে ঘরে দুপুরের আগেই কেন্দ্রীয় কার্যায়ের সামনে জড়ো হন শতশত নেতাকর্মী। স্থাপন করা হয় অস্থায়ী মঞ্চ।

এর আগে সোমবার রাতেই ঢাকা মহানগরের দুই শাখার শীর্ষ নেতারা মঞ্চ নির্মাণের জন্য যাবতীয় নির্দেশনা দেন।

আজকের সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির আটদিনের কর্মসূচির অংশ হিসেবে আজ সব বিভাগীয় সদরে এ সমাবেশ হচ্ছে।