বিএনপি নেত্রী পাপিয়া দুর্নীতি মামলায় পলাতক থাকা অবস্থায়, কিভাবে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করছেন সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি বদরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ মামলা শুনতে বিব্রত বোধ করেছে।
২০০৭ সালে বিএনপি নেত্রী আসিফা আশরাফি পাপিয়ার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে একটি দুর্নীতির মামলা হয়। সে মামলায় সে বছরই ৫ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে।
পরবর্তীতে সে রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসেন পাপিয়া। ২০০৮ সালে হাইকোর্টের একটি বেঞ্চ পাপিয়াকে জামিন দেয়। কিন্তু এরপর সে মামলার পরবর্তীতে কোন শুনানি হয়নি। জামিনেরও কোন মেয়াদ বাড়াননি পাপিয়া। সেটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাইকোর্ট।