প্রচ্ছদ ›› রাজনীতি

পল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২২ ১৫:২০:৫৯ | আপডেট: ২ years আগে
পল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে

বুধবার দুপুর ২টার পর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। এরপরই নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

পরে বিএনপি নেতাকর্মীরাও পুলিশের ওপর হামলা চালায়। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

আরও পড়ুন- সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প যে জায়গা দিতে চায় ডিএমপি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর এ হামলা চালিয়েছে পুলিশ।

আগামী ১০ ডিসেম্বরের বিএনপির গণসমাবেশ ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গত কয়েকদিন ধরেই নয়াপল্টন কার্যালয়ের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। আজও বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের প্রিজন ভ্যান এবং জলকামানও দেখা গেছে। এছাড়াও পুলিশ সদস্যদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।