প্রচ্ছদ ›› রাজনীতি

পল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২২ ১৬:৪২:২৫ | আপডেট: ২ years আগে
পল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মকবুল হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৪ টার দিকে এ মৃত্যুর খবর পাওয়া যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানাতে পারেননি তিনি।

এর আগে দুপুর ২টার পর বিএনপি কার্যালয়ের সামনে পুলিশকে অবস্থান নিতে দেখা যায়। এরপরই নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

পরে বিএনপি নেতাকর্মীরাও পুলিশের ওপর হামলা চালায়। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের ওপর এ হামলা চালিয়েছে পুলিশ।