ফেনী শহরের ওয়াপদা মাঠে বিএনপি-যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য ওয়াপদা মাঠে ১৪৪ ধারা জারি থাকবে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার দুপুর ২টা থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে দলটির সমাবেশ করার কথা ছিল। কিন্তু সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে কর্মসূচি স্থগিত করে ফেনী জেলা বিএনপি।
এদিকে পরদিন (বুধবার) একই স্থানে সমাবেশ করতে পুলিশের কাছে আবেদন করেছে বিএনপি। কিন্তু মঙ্গলবার সন্ধায় হঠাৎ করেই ওয়াপদা মাঠে বিএনপির সমাবেশস্থলে পাল্টা সমাবেশ ডেকেছে যুবলীগ।
বিএনপি ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। তাই আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
এ প্রসঙ্গে জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, মঙ্গলবার উক্ত স্থানে বিএনপির সমাবেশ করার কথা ছিল। অনিবার্যকারণ বশত সেটা স্থগিত করা হয়। বুধবার একই স্থানে সমাবেশ করতে বিএনপির আবেদনটি পুলিশ বিভাগে পাঠানো হয়। কিন্তু প্রয়োজনীয় তথ্য না পাওয়ার কারণে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়নি।
তিনি আরও বলেন, অন্যদিকে জেলা যুবলীগ উক্ত স্থানে কর্মী সমাবেশের জন্য অনুমতি চেয়েছে। তাই একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় পরিস্থিতি স্থিতিশীল রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।