জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ের শুনানি ফের পেছানো হয়েছে। আগামী ৩০ জানুয়ারি শুনানির নতুন তারিখ ঠিক করেছেন আদালত।
রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এই আদেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় সম্রাট আজ আদালতে হাজির হন। তার আইনজীবী অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য সময় চেয়ে আদালতে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত আদেশ দেন। একই সঙ্গে সম্রাটের জামিনের মেয়াদ ৩০ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছেন আদালত।
২০১৯ সালের ৬ অক্টোবর ক্যাসিনো অভিযানে সম্রাটকে গ্রেপ্তার করা হয়। ওই বছরে ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।