বরগুনায় জাতীয় শোক দিবসে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জের ঘটনায় একটু বাড়াবাড়ি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বরগুনায় কেন এমন ঘটনা ঘটেছে, তা পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) দেখতে বলা হয়েছে। এতটা বাড়াবাড়ি ঠিক হয়নি।
কার বাড়াবাড়ি ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ঘটনাটি আমি ফেসবুকে দেখেছি। এটার একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত হয়ে আসুক। আমার কাছে মনে হয়েছে, ঘটনাটি নিয়ে এত বাড়াবাড়ি করাটা উচিত হয়নি।’
গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার সময় শিল্পকলা একাডেমির সামনে পৌঁছলে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যরা তাদের ওপর হামলা চালান। এতে দুই গ্রুপের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ছাড়া শিল্পকলা একাডেমি ভবনে ছাত্রলীগের নেতাকর্মীদের গণহারে পিটুনি দেয় পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।