প্রচ্ছদ ›› রাজনীতি

বাংলাদেশে রাশিয়ার ‘আরব বসন্তের উসকানি’ মন্তব্যে নীরব যুক্তরাষ্ট্র

টিবিপি ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩ ১৬:২২:২২ | আপডেট: ১ year আগে
বাংলাদেশে রাশিয়ার ‘আরব বসন্তের উসকানি’ মন্তব্যে নীরব যুক্তরাষ্ট্র

বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে, বিশেষ করে নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী বিতর্কিত সময়ে আমেরিকার সম্পৃক্ত থাকার বিষয়ে রাশিয়ার সাম্প্রতিক বিবৃতির প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র নীরব অবস্থান বজায় রেখেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার করা মন্তব্যের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন।

জাখারোভা এর আগেও বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্ভাব্য মার্কিন হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, ‘আমরা বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি।’

তবে এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি।

জাখারোভা বলেন, জনগণের ইচ্ছার ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক না হলে বাংলাদেশে ‘আরব বসন্ত’র মতো পরিস্থিতি সৃষ্টি করে আরও অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনও মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

রাশিয়ার সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে করা প্রশ্নে মোমেন বলেন, ‘আমরা কোনো সমস্যায় জড়াতে চাই না।’

সংবাদ সম্মেলনে আরেকজন সাংবাদিক বাংলাদেশের একটি মর্মান্তিক ঘটনা তুলে ধরেন।

যেখানে অগ্নিসংযোগকারীরা ঢাকাগামী একটি এক্সপ্রেস ট্রেনে হামলা চালায়, যার ফলে একজন নারী ও তার ৩ বছরের শিশুসহ চারজন নিহত হয়েছেন।

প্রতিবেদক মিলারকে রাজনৈতিক সহিংসতার শিকার এই ব্যক্তিদের বিষয়ে বাইডেন প্রশাসনের অবস্থান জানতে চান।

মিলার এই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমি নির্দিষ্ট করে এই ঘটনা সম্পর্কে জানি না এবং এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই।’

স্টেট ডিপার্টমেন্ট সংবাদ সম্মেলনে এই ঘটনা সম্পর্কে না জানার কথা জানিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের আন্তর্জাতিক প্রতিক্রিয়ার জটিলতা ও চ্যালেঞ্জগুলোকে তুলে ধরে।

সূত্র: ইউএনবি