প্রচ্ছদ ›› রাজনীতি

বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশ কানাডা

টিবিপি ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪ ১৯:১২:১৫ | আপডেট: ১ year আগে
বাংলাদেশের নির্বাচন নিয়ে হতাশ কানাডা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছে কানাডা। তারা জানিয়েছে, এই নির্বাচন স্বাধীনতা ও গণতান্ত্রিক আদর্শ অর্জনে ব্যর্থ হয়েছে। অথচ এই আদর্শের ওপর ভিত্তি করেই জন্ম হয়েছিল বাংলাদেশের। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গ্লোবাল অ্যাফেয়ার্স অব কানাডা (জিএসি) এর এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে কানাডা জানায়, নির্বাচনী প্রক্রিয়ায় গণতান্ত্রিক ও স্বাধীনতার আদর্শ অর্জন না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব দলের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা প্রতিষ্ঠার আহ্বান জানায় তারা।

বিবৃতিতে বলা হয়, ‘গ্রহণযোগ্য বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সংবাদমাধ্যমের স্বাধীনতাসহ সুষ্ঠু নির্বাচন একটি সুস্থ ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

নির্বাচনকে ঘিরে সহিংসতা ও উস্কানির নিন্দা জানায় জিএসি। এই সহিংসতার শিকারদের প্রতি তারা সমবেদনা জানিয়েছে। বিবৃতিতে তারা জানিয়েছে, বাংলাদেশি জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রশংসা ও সমর্থন করে কানাডা।