প্রচ্ছদ ›› রাজনীতি

বাকৃবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত অন্তত ৫০

নিজস্ব প্রতিবেদক
০১ জুন ২০২২ ১৩:৪৮:৩৩ | আপডেট: ৩ years আগে
বাকৃবিতে ছাত্রলীগের সংঘর্ষে আহত অন্তত ৫০

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, নিরাপত্তার কথা চিন্তা করে ক্লাস করা থেকে বিরত আছেন অধিকাংশ শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবারের অনাকাঙ্ক্ষিত ঘটনায় অনেক শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকেই মেডিক্যালে ভর্তি আছে। তাদের কথা বিবেচনায় নিয়ে আজকের চলমান পরীক্ষা বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন- ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষে আহত অন্তত ৩০

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলে চলমান সমস্যা নিরসন এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা হবে।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুইন নাদিম আল মুন্নাকে হল থেকে বের করে দেয় বাকৃবি ছাত্রলীগের সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ গ্রুপের নেতাকর্মীরা।

আরও পড়ুন- ঢাবিতে ফের ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

পরে মুন্না ৩০ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের কে. আর মার্কেটে এলে সভাপতি গ্রুপের প্রায় ২০ জন তার ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারলে ঘটনার সূত্রপাত হয়। সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা ঘটনাটি জানতে পারলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা তৈরি হয়। পরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ঘটে।

এ বিষয়ে বাকৃবি ছাত্রলীগ সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ বলেন, বাকৃবিতে যে ঘটনাটি ঘটেছে তা অনাকাঙ্ক্ষিত। ক্যাম্পাসে যারা এই পরিস্থিতি তৈরি করেছে, তাদের চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।