প্রচ্ছদ ›› রাজনীতি

বায়তুল মোকাররমেই সমাবেশ করতে চায় আ. লীগের ৩ সংগঠন

নিজস্ব প্রতিবেদক
২৭ জুলাই ২০২৩ ১৪:০১:২৮ | আপডেট: ২ years আগে
বায়তুল মোকাররমেই সমাবেশ করতে চায় আ. লীগের ৩ সংগঠন

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে রাষ্ট্রপতির পূর্বনির্ধারিত কর্মসূচি থাকায় শুক্রবার বাণিজ্য মেলার মাঠে সমাবেশ করতে পারছে না আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। এ কারণে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তারা।

বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এ তথ্য জানিয়েছেন।

গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‌‘আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করব। কারণ, আগামীকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাষ্ট্রপতির কর্মসূচি রয়েছে। তাই তার নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা আমাদের অনুরোধ করেছেন এখানে সমাবেশ না করতে।’

আজ ঢাকাতে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে আর আওয়ামী লীগ চেয়েছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে পুলিশের পক্ষ থেকে কোনো দলকেই সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

পরে বৃহস্পতিবারই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী, রাতে মাঠ পরিদর্শনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল। এরই মধ্যে বিএনপি সিদ্ধান্ত জানায়, তারা তাদের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করবে এবং তা হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

বিএনপির এ সিদ্ধান্ত আসার পর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ‘আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটি ব্যবহার উপযোগী করার জন্য এক দিন সময় প্রয়োজন। এজন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।’