প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপি নির্বাচনে অংশ নেবে, বেগম জিয়াও দ্রুত সুস্থ হয়ে উঠবেন: তথ্যমন্ত্রীর আশা

নিজস্ব প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৩ ১৫:০২:০৩ | আপডেট: ১ year আগে
বিএনপি নির্বাচনে অংশ নেবে, বেগম জিয়াও দ্রুত সুস্থ হয়ে উঠবেন: তথ্যমন্ত্রীর আশা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সব সময় বলে যে তারা নির্বাচনে অংশ নেবে না, কিন্তু পরে তারা অংশ নেয়।

তিনি বলেন, ‘আমি আশা করি, এবারও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে।’

সোমবার সচিবালয়ে চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণের চেয়ে জনগণের অংশগ্রহণ বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি ও তার মিত্ররা যদি নির্বাচন বর্জনও করে, জনগণের অংশগ্রহণে একটি আন্তর্জাতিক মানের নির্বাচন বাংলাদেশে যথাসময়ে অনুষ্ঠিত হবে।

সরকার বিএনপিকে নির্বাচনে চায় কি না জানতে চাইলে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাই তারা নির্বাচনে আসুক, সেজন্যই আমরা তাদের বারংবার আহ্বান জানাচ্ছি। তারা যদি এতো জনপ্রিয়ই হয়, নির্বাচনে আসুক।’

খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, আমি মহান স্রষ্টার কাছে দোয়া করি, বেগম জিয়া যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।

তিনি বলেন, বেগম জিয়া যাতে সর্বোচ্চ স্বাস্থ্যসেবা পান সে জন্য সরকার আন্তরিক এবং যতো ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি করছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের সবচেয়ে ভালো একটি হাসপাতালে তার ইচ্ছা অনুযায়ী তিনি চিকিৎসা নিচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে এটিও বলা হয়েছে, যদি কোনো বাইরের ডাক্তারও আনার প্রয়োজন পড়ে তারা আনতে পারেন।’

তিনি আরও বলেন, আর বিদেশ পাঠানো সেটি আদালতের এখতিয়ার। যদি তাদের সেটাই করতে হয় তাহলে তারা আদালতে শরণাপন্ন হতে পারেন।