প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপি নেতা এ্যানিকে আটক করেছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২৩ ০৮:০৩:৫৯ | আপডেট: ১ year আগে
বিএনপি নেতা এ্যানিকে আটক করেছে পুলিশ

রাজধানীর ধানমন্ডির বাসা থেকে বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার গভীর রাতে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ্যানি বিএনপির প্রচার সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি।

বিএনপির এই নেতার অভিযোগ তিনি সব মামলায় আদালত থেকে জামিনে আছেন। তারপরও পুলিশ তাকে আটক করেছে। গভীররাতে পুলিশ জোরপূর্বক তার বাসায় প্রবেশ করে তাকে আটক করে।

ধানমন্ডি থানা পুলিশ সূত্রে জানা গেছে, এ্যানিকে আটক করে থানায় রাখা হয়েছে। তবে কি কারণে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে কেউ সরাসরি কথা বলেননি।

এদিকে বিএনপি মিডিয়া সেলের প্রধান জহির উদ্দিন স্বপন রাত তিনটার দিকে গণমাধ্যমে জানান, এ্যানিকে আটক করে থানা হেফাজতে রেখেছে পুলিশ।‌