প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক

নিজস্ব প্রতিবেদক
০৬ নভেম্বর ২০২৩ ১১:০৩:৪৪ | আপডেট: ১ year আগে
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু আটক

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে ডিবি পুলিশ। ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার বোনের বাসা থেকে রবিবার রাত ১২টার দিকে দুদুকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায়।

দুদুর ছোট ভাই অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামানের বরাত দিয়ে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোয়েন্দা পুলিশের ১৫-২০ জনের একটি দল দুদুর বড় বোনের ক্যান্টনমেন্টের বাসা থেকে তাকে তুলে নিয়ে যায়। দুদুর ভাগ্নে হাসনাত আশরাফ রবিনকেও নিয়ে যায় পুলিশ।

তবে ডিবি পুলিশ থেকে দুদুকে আটকের বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।