বিএনপি সরকারের বিরুদ্ধে সময়মতো আন্দোলনের ডাক দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আন্দোলনে নামার এ পূর্বাভাস দেন তিনি।
খালেদা জিয়া ‘আন্দোলনের প্রাণশক্তি’ অভিহিত করে ফখরুল বলেন: ‘আমাদেরকে তার মুক্তির জন্য সংগ্রাম গড়ে তুলতে হবে, তাকে মুক্ত করতে হবে।’
মির্জা ফখরুল বলেন: ‘এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং তাদেরকে যেতে হবে। এরপর একটি নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে। আমেরিকা, চীন ও ভারত অথবা অন্য কেউ করে দিয়ে যাবে না, আমাদেরকই করতে হবে। বাংলাদেশের মানুষকে এটা করতে হবে এবং এর নেতৃত্ব অবশ্যই বিএনপিকে দিতে হবে।’
তিনি বলেন: 'আমার বয়স ৭২ পার হয়ে গেছে। তারপরেও তো আমি রাস্তায় এসে দাঁড়াই। যেদিন জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তরের ছাত্রদলের সভাপতি রাজকে আমার বুক থেকে যখন ছিনিয়ে নিয়ে যাচ্ছে সেদিন ক‘জন আপনারা ঘুরে এসে দাঁড়িয়েছিলেন বলেন তো? তরুণদের এগিয়ে আসতে হবে। এখন তরুণদের কোনো অন্যায়ের প্রতিবাদ করতে দেখি না। আমরা অন্যায় দেখলেই প্রতিবাদ করতাম।'
ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ঢাকা আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হারুন আল রশিদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মাজারুল ইসলাম দোলন, ডা. মো. সিরাজুল ইসলাম, ডা. আবু হেনা, ডা. আবুল হাসান, সাবেক ছাত্রদল নেতা সেলিনা সুলতানাসহ আরও অনেকে।