১০ দফা দাবিতে বিএনপিসহ সমমনা ৩২টি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের অংশ প্রথম কর্মসূচি হিসেবে গণমিছিল শুরু হয়েছে। এ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
শুক্রবার দুপুর পৌনে ৩টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে গণমিছিল আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
গণমিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে মগবাজার গিয়ে শেষ হয়।
গণমিছিল ঘিরে নাইটিঙ্গেল মোড় থেকে দৈনিক বাংলা মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছেন বিএনপির হাজারও নেতাকর্মী। এ কারণে এসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
গণমিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. খন্দকার মোশাররফ হোসেনসহ অন্য নেতারা।
বিএনপিসহ সমমনা ৩২ রাজনৈতিক দলের ১০ দফা দাবির মধ্যে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর এবং নতুন নির্বাচন কমিশন গঠন উল্লেখযোগ্য।