প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারি ২০২৩ ১০:৩৬:০৬ | আপডেট: ২ years আগে
বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব মারা গেছেন
খন্দকার মাহবুব হোসেন

সিনিয়র আইনজীবী ও বিএনপির ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ৮৪ বছর বয়সে মারা গেছেন। শনিবার রাতে এভারকেয়ার হাসপাতালে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান, রাত ১০টা ৪৫ মিনিটে হাসপাতালে মাহবুব মারা যান।

বুধবার শ্বাসকষ্ট নিয়ে সেখানে ভর্তি হওয়ার একদিন পর বিএনপি নেতাকে এভারকেয়ারে ভেন্টিলেটরে রাখা হয় বলে জানান শায়রুল।

খন্দকার মাহবুব বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সহ-সভাপতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অন্যতম আইনজীবীও ছিলেন তিনি।