রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে এক ঘণ্টারও বেশি সময় বৈঠক করেছে ইউরোপীয় ইউনিউনের প্রতিনিধি দল।
শনিবার (১৫ জুলাই) সকালে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না এ কারণেই তারা এসেছে। তারা তো অন্য কোনো দেশে যায় না। বাংলাদেশে কেন আসে? বিষয়টা দিনের আলোর মতো পরিষ্কার এদের অধীনে নির্বাচন সম্ভব নয়। নির্বাচন হবে না এটা বোঝাই যাচ্ছে। কারণ বিরোধীদলের ওপর নির্যাতন চলছে।
তিনি বলেন, সংলাপের জন্য ডেমোক্রেটিক অর্ডার থাকতে হয়, লেভেল প্লেয়িং ফিল্ড লাগে, সেটা অনুপস্থিত।