হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে কোরআন পাঠের মধ্য দিয়ে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলটির সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে সমাবেশ থেকে বার্তা দেয়ার কথা রয়েছে।
শনিবার সকাল ১১টায় সায়েদাবাদের কাছে গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা দক্ষিণ ও উত্তর মহানগর শাখার আয়োজনে এ সমাবেশ শুরু হয়।
এর আগে শুক্রবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগরবাসীকে গণতান্ত্রিক কর্মসূচি বানচালের চেষ্টার যোগ্য জবাব দিতে গোলাপবাগ মাঠে শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ‘যারা যুগপৎ আন্দোলন করতে প্রস্তুত তাদের সঙ্গে আন্দোলনের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি তারা একই সঙ্গে তাদের নিজ নিজ অবস্থান থেকে আমরা যে ১০ দফা দাবি তৈরি করেছি তা ঘোষণা করবে।’
মোশাররফ আশা প্রকাশ করেন যে সব দল যারা একযোগে আন্দোলন শুরু করার জন্য তাদের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা এগিয়ে আসবে এবং সরকারবিরোধী আন্দোলনকে তীব্র করবে।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন যে দলের নেতাকর্মীদের মুক্তি ও ১০ দফা দাবির প্রেক্ষাপটে চাপ প্রয়োগের লক্ষ্যে অনশন, মানববন্ধন ও অবস্থান কর্মসূচির মতো কিছু নতুন কর্মসূচিও ঘোষণা করবে দলটি।
তিনি বলেন, তাদের দাবির মধ্যে রয়েছে সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেয়া, সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাস্তবায়ন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, ব্যালট পেপার ব্যবহার করে নির্বাচন করা, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ অন্য সব রাজনৈতিক বন্দীদের শর্ত ছাড়াই মুক্তি দেয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইন ও অন্যান্য দমনমূলক আইন প্রত্যাহার করা, মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা।