প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপির সমাবেশে বাধা দেয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৭ ডিসেম্বর ২০২২ ১৭:০৭:৩৯ | আপডেট: ২ years আগে
বিএনপির সমাবেশে বাধা দেয়া হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

বিএনপির সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার দুপুরে রাজধানীর বিজয় সরণিতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি রাস্তা বন্ধ করে সমাবেশ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি কেন পল্টনেই সমাবেশ করতে চায় তা খতিয়ে দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সমাবেশে সরকারের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। তবে দেশের নিয়ম মেনে তাদের সবকিছু করতে হবে।

তিনি বলেন, ‘২৫ লাখ লোকের সমাগম নয়াপল্টনে কেন করবে এটা আমাদের চিন্তার বিষয়। কেন তারা সেখানে করতে চায়। তারা (বিএনপি) যে ঘোষণা দিচ্ছে এখানে বসেই তারা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা করবে। সেগুলো যদি হয়ে থাকে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।’