প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপির সমাবেশে যোগ দিতে ড্রামে করে নদী পার!

ইউএনবি
০৫ নভেম্বর ২০২২ ১৭:৪৩:৫৯ | আপডেট: ২ years আগে
বিএনপির সমাবেশে যোগ দিতে ড্রামে করে নদী পার!

ব‌রিশা‌লে সকল ধর‌নের যাত্রীবা‌হী যানবাহন বন্ধ থাকায় সমাবেশে যোগ দিতে ড্রা‌মে করে নদী পার হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার দুপুর পৌ‌নে ৩টায় ড্রা‌মের ওপর ভে‌সে নেতাকর্মীরা ব‌রিশাল খেয়াঘা‌টে পৌঁছান। সেখান থে‌কে সমা‌বেশস্থ‌লে আসেন তারা।

ড্রা‌মে ভে‌সে আসা মো. র‌নি ব‌লেন, সব কিছু বন্ধ কর‌ছে যা‌তে সমা‌বেশস্থ‌লে আস‌তে না পা‌রি। তাই ড্রা‌মের ওপর ভে‌সে ব‌রিশালে এসে‌ছি। সমা‌বেশ সফল কর‌তেই হ‌বে আমা‌দের।

আরেক সমর্থক শাওন ব‌লেন, গণত‌ন্ত্র মুক্ত করার আন্দোল‌নে কো‌নো ছাড় নয়। একজনকে কীর্তণ‌খোলা নদী সাঁত‌রে আস‌তে দে‌খে‌ছি। আমরা কো‌নো উপায় না পে‌য়ে ড্রা‌মের ওপর ভাস‌তে ভাস‌তে আস‌ছি সাত জন।

খা‌লেদা জিয়া‌কে মুক্ত করার আন্দোলন চল‌বে।

এদি‌কে সমা‌বেশ শুরু হওয়ার পরও অনেক নেতাকর্মী নদী প‌থে সমা‌বেশস্থ‌লে এসে‌ছেন বি‌ভিন্ন উপা‌য়ে।