প্রচ্ছদ ›› রাজনীতি

বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
২০ ফেব্রুয়ারি ২০২২ ১৩:২৪:৪১ | আপডেট: ৩ years আগে
বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান বহিষ্কার

বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর (অব) আখতারুজ্জামান রঞ্জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃংখলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করে বিএনপি।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দলীয় শৃংখলার পরিপন্থীতে জড়িত থাকার প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্রের ৫ এর গ ধারা মোতাবেক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

আখতারুজ্জামান কিশোরগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা সাবেক সেনা কর্মকর্তা মৃত সৈয়দ জামাল। তার ছোট ভাই আনিসুজ্জামান খোকন মুক্তিযুদ্ধা ও তৎকালীন ময়মনসিংহ-১৯ আসনের সংসদ সদস্য ছিলেন। শহীদুজ্জামান কাকন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক।

আখতারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর ও মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ১৯৯১ সালের পঞ্চম ও ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর বিগত জাতীয় নির্বাচনে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি মেজর (অব.)আখতারুজ্জামান গত নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের বিএনপি প্রার্থী ছিলেন। যদিও নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী ও সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে হেরে যান।