প্রচ্ছদ ›› রাজনীতি

বিজয় শোভাযাত্রায় আ.লীগ নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০২১ ১৭:০৮:৪৭ | আপডেট: ৩ years আগে
বিজয় শোভাযাত্রায় আ.লীগ নেতা-কর্মীরা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মিছিলে অংশ নিতে শনিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে দল ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা জড়ো হন।

জাতীয় পতাকা, পোস্টার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন নেতা-কর্মীরা।

মিছিলটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোড হয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক জানান, দলীয় অনুষ্ঠানের কারণে যানজটের সমস্যায় সাধারণ মানুষের কষ্ট হওয়ায় তারা দুঃখিত।