বিদেশি হস্তক্ষেপ ছাড়াই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাংলাদেশ সক্ষম বলে জানিয়েছে রাশিয়া।
সম্প্রতি সাপ্তাহিক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ কথা বলেন। শনিবার তার বাংলাদেশ সংশ্লিষ্ট বক্তব্য প্রকাশ করে ঢাকায় নিযুক্ত রুশ দূতাবাস।
মারিয়া জাখারোভারের বরাতে রুশ দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ‘বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সাহায্য ছাড়াই, স্বাধীনভাবে, জাতীয় আইনের সম্পূর্ণ সম্মতিতে, বিদ্যমান আইন অনুযায়ী ২০২৪-এর ৭ জানুয়ারির নির্ধারিত সংসদীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই।’
মারিয়া জাখারোভা বলেন, অক্টোবরের শেষ দিকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ও বিরোধী দলের একজন উচ্চপদস্থ প্রতিনিধির মধ্যে বৈঠক হয়। রাষ্ট্রদূত ওই নেতাকে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও অন্যান্য কয়েকটি দেশের পক্ষ থেকেও সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের এসব কর্মকাণ্ডকে 'সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে গুরুতর হস্তক্ষেপের চেয়ে কম কিছু হিসাবে দেখা যায় না' বলেও উল্লেখ করেন মারিয়া জাখারোভা।