মানুষ এমনিতেই কষ্টে আছে। তার ওপরে আবার সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। কয়েকদিন আগেই বিদ্যুতের দাম বাড়ালো। এখন আবার গ্যাসের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পথশিশুদের মধ্যে খাবার ও অসহায় নারীদের শাড়ি বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।
নজরুল ইসলাম খান বলেন, আজ খাদ্যপণ্য নিয়ে জাহাজ ঘুরছে, তাদের টাকা পরিশোধ করতে পারেনি। মানুষের চাকরি হচ্ছে না। কর্মসংস্থান নেই। এর মধ্যেই গ্যাসের দাম বাড়িয়ে শিল্পখাতকে আরও বিপদে ফেলা হলো। সুতরাং বাংলাদেশ আরও কঠিন সংকটে পড়ার আগেই আমাদের লড়াই করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে নজরুল ইসলাম খান বলেন, দেশে আজ এমন একটি সরকার, যাদের দেশের জনগণের কাছে কোনো জবাবদিহি নেই। একদিকে কিছু লোক অর্থ লুট করে কোটিপতি বনে যাচ্ছে, অন্যদিকে কয়েক কোটি লোক দরিদ্র হচ্ছে।
তিনি বলেন, ‘আমরা একটি বাসযোগ্য দেশ গড়ার লক্ষ্যে আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছি। এজন্য আমাদের অসংখ্য নেতাকর্মী আজ কারাগারে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডআরএফের নির্বাহী পরিচালক ফরহাদ হালিম ডোনার। এতে আহমেদ শফিকুল হায়দার পারভেজ, লুৎফর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, আবেদ রাজা, ডা. পারভেজ রেজা কাকন, মাহবুব আলম, মো. হানিফ, কে এম আসাদুজ্জামান চু্ন্নু প্রমুখ বক্তব্য দেন।