প্রচ্ছদ ›› রাজনীতি

মেগাপ্রকল্প বিএনপির ‘মেগা-যন্ত্রণার’ কারণ: কাদের

নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর ২০২২ ২১:২১:০০ | আপডেট: ১ year আগে
মেগাপ্রকল্প বিএনপির ‘মেগা-যন্ত্রণার’ কারণ: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন,  অদক্ষ অর্থনৈতিক ব্যবস্থাপনার কারণে বিএনপি তাদের মেয়াদে কোনো মেগাপ্রকল্প বাস্তবায়ন করতে পারেনি, তাই এখন আওয়ামী লীগের সাফল্যে  তারা ব্যথিত।

বাংলাদেশের প্রেক্ষাপটে 'মেগাপ্রকল্প' বলতে বোঝায় বড় আকারের, উচ্চাভিলাষী, নজরকাড়া ও অবকাঠামো  সংশ্লিষ্ট যে প্রকল্পগুলো সাধারণত সরকার গ্রহণ করে। এই ধরনের প্রকল্পগুলো কিছুটা ঝুঁকিপূর্ণ, তবে এগুলোর সঙ্গে যুক্ত প্রশাসনের জন্য এর সম্ভাব্য রাজনৈতিক প্রতিদান বিশাল।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশের মেগাপ্রকল্পগুলো দেখলে মেগা-যন্ত্রণায় ভোগে বিএনপি। কারণ তাদের শাসনামলে বাংলাদেশের অর্থনীতি এতটাই নাজুক অবস্থায় ছিল যে, তারা দেশে কোনো মেগাপ্রকল্প বাস্তবায়নের মানসিকতা, সাহস, দক্ষতা ও আর্থিক সামর্থ্যের কথা চিন্তাও করতে পারেনি।’

কাদের বলেন, বিএনপি শুধু দুর্নীতি ও লুটপাটে লিপ্ত ছিল।

তিনি বলেন, এখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার যোগ্য নেতৃত্ব, প্রজ্ঞা, সততা ও মেধা দিয়ে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন।

এই আ. লীগ নেতা বলেন,  তার নেতৃত্বে ক্ষুধা-দুর্ভিক্ষ, মঙ্গা-খরা ও দারিদ্র্যকে জয় করে বাংলাদেশ আজ উন্নয়নের নবতর অভিযাত্রায় এগিয়ে যাচ্ছে।

কাদের বলেন,  পাকিস্তানের প্রেতাত্মা ও ষড়যন্ত্রকারীরা যত অপচেষ্টাই চালাক না কেন, বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলার জনগণ দেশবিরোধী সব চক্রান্ত মোকাবিলা করে উন্নয়নের এই অভিযাত্রা অব্যাহত রাখবে। আগামী প্রজন্মের জন্য  আমরা একটি উন্নত-সমৃদ্ধ শান্তিপূর্ ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণে সক্ষম হবো।

তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘পাকিস্তান আমলে তারা ভালো ছিল’ এমন মন্তব্যের কড়া সমালোচনাও করেন।

ফখরুলের এহেন মন্তব্যকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহী আখ্যা দিয়ে এই বক্তব্য উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান কাদের।

এ মন্তব্যের মধ্য দিয়ে আবারও বিএনপির ঐতিহ্যগত বাংলাদেশবিরোধী অবস্থান এবং স্বাধীনতাবিরোধীতার গোপন এজেন্ডা ও অপরাজনীতির প্রকাশ পেয়েছে বলে তিনি দাবি করেন।

এই আ.লীগ নেতা বলেন,  বিএনপি এখন দেশে সুশাসন, জননিরাপত্তা ও দারিদ্র্য নিয়ে আওয়াজ তুলছে। কিন্তু বিএনপি নেতারা ভুলে গেলেও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে তারা কীভাবে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল তা দেশবাসী ভুলে যায়নি।