প্রচ্ছদ ›› রাজনীতি

মোটরসাইকেলে ১০ কি.মি. পাড়ি দিয়ে সমাবেশে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৪ জুন ২০২২ ০৯:৩৬:১৭ | আপডেট: ৩ years আগে
মোটরসাইকেলে ১০ কি.মি. পাড়ি দিয়ে সমাবেশে তথ্যমন্ত্রী
সংগৃহীত

রাস্তায় যানজট। বিলম্ব ছাড়াই সমাবেশে যোগ দিতে অনেকটা বাধ্য হয়েই মোটরসাইকেল আরোহী হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

মূলত চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে একটি সমাবেশে যোগ দেওয়ার কথা ছিল হাছান মাহমুদের। কিন্তু যানজটের কবলে পড়ে নিজের গাড়ি ছেড়ে মোটরসাইকেলে ১০ কিলোমিটার পাড়ি দিয়ে সমাবেশে পৌঁছান তথ্যমন্ত্রী।

গতকাল শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে ওই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী মহিলা লীগ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাছান মাহমুদ।

এর আগে, মন্ত্রী বিমানে করে বিকেল সোয়া পাঁচটায় চট্টগ্রামে পৌঁছান। এরপর নির্ধারিত গাড়িতে করে প্রেসক্লাবের উদ্দেশে রওনা দেন। তবে ইপিজেড এলাকায় পৌঁছানোর পর যানজটে আটকা পড়েন।

এ সময় সমাবেশে যোগ দেওয়ার জন্য গাড়ি থেকে নেমে বন্দর থানার পরিদর্শকের (তদন্ত) মোটরসাইকেলে করে সমাবেশের উদ্দেশে যাত্রা করেন।

দীর্ঘপথ মোটরসাইকেলে পাড়ি দিয়ে হাছান মাহমুদ সমাবেশে যোগ দেওয়ায় পর দলের নেতাকর্মী ও উপস্থিত লোকজন উচ্ছ্বাসে ফেটে পড়েন।