বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজধানীর তাঁতীবাজার মোড়ে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা। সকাল ১০টার দিকে এ ঘটে।
বাসচালক জানান, গুলিস্তান থেকে কয়েকজন যাত্রী বাসে ওঠেন। তাঁতীবাজার মোড়ে পৌঁছালে তারা বাসে আগুন দিয়ে পালিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তার আগেই বাসটি পুড়ে যায়।
এর আগে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে শিকড় পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।