প্রচ্ছদ ›› রাজনীতি

যুবদলের সাধারণ সম্পাদক মুন্না আটক

নিজস্ব প্রতিবেদক
০৮ মার্চ ২০২৩ ১৯:১৮:২৯ | আপডেট: ২ years আগে
যুবদলের সাধারণ সম্পাদক মুন্না আটক
পুরনো ছবি

জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নাকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, আজ বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির আলোচনা সভা শেষে শাহাজাহানপুর বাসায় ফিরছিলেন মুন্না। তার বাসার সামনে থেকে পুলিশ তাকে আটক করে।

টুকু বলেন, মুন্নার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছিল না। সব মামলায় তিনি জামিনে আছেন।