প্রচ্ছদ ›› রাজনীতি

যেই হাত দিয়ে আগুন দিবে সেই হাত পুড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৩ ১৮:১৪:৪১ | আপডেট: ১ year আগে
যেই হাত দিয়ে আগুন দিবে সেই হাত পুড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা এভাবে আগুন দিয়ে পোড়াবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে। দরকার হলে তাদের ধরে ওই আগুনের মধ্যে ফেলতে হবে। যেই হাত দিয়ে তারা আগুন দিবে সেই হাত আগুন দিয়ে পুড়িয়ে দিতে হবে। তবেই তাদের শিক্ষা হবে।

আগারগাঁও-মতিঝিল মেট্রোরেলের উদ্বোধন ঘোষণা উপলক্ষ্যে শনিবার আরামবাগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এসব কথা বলেন।

যারা বাসে আগুন দেয়, গাড়িতে আগুন দেয়, তারা বাসে চড়ে না এমন প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তাদের গাড়ি নাই, তাদের জিনিসপত্র নাই, জনগণ যদি সেগুলো পোড়াতে শুরু করে তাহলে তারা কোথায় যাবে। তখন তারা কী করবে সেটাও তাদের চিন্তা করা উচিত। আমরা এখনো ধৈর্য ধরে আছি।

প্রধানমন্ত্রী বলেন, তারা তো অনেকদিন ক্ষমতায় ছিল। সে সময় পানি ছিল না, বিদ্যুৎ ছিল না, খাবার ছিল না, চিকিৎসা ছিল না, থাকার জায়গা ছিল না, একেবারে মানবেতর জীবনযাপন ছিল। আর গ্রামে গ্রামে ছিল হাহাকার।

গত ২৮ অক্টোবরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনো মানুষ যার ভিতরে এতটুকু মনুষত্ব আছে তারা কি এভাবে পুলিশকে মারতে পারে? পুলিশ কী দোষটা করেছে?

এ সময় পুলিশকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তারা সেদিন যথেষ্ট সহনশীলতা দেখিয়েছে। অথচ ওই পুলিশের ওপর তারা আক্রমণ করেছে। পুলিশ পেছনে হটে গেছে, তারপরেও এক পুলিশকে ধরে যেভাবে তাকে লাঠিপেটা করেছে, হেলমেট খুলে ফেলে দিয়ে তারা মাথায় কুপিয়েছে।

তিনি বলেন, পুলিশের হাসপাতাল রাজারবাগ ঢুকে অ্যাম্বুলেন্স পুড়িয়ে সেখানে তাদের ওপর আক্রমণ করেছে। আনসারের ওপর হামলা করেছে। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী বিশেষ করে মহিলাদের নির্যাতন করেছে। বিএনপির সন্ত্রাসীরা রাস্তায় ফেলে মেয়েদের অত্যাচার করেছে। আমি ধিক্কার জানাই এটা কি রাজনীতি?

আওয়ামী লীগ সভাপতি বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আমরা আল্লাহর ওপর ভরসা রাখি। জনগণের সমর্থনে আস্থা রাখি। খালেদা জিয়া তো বলেছিলেন, একশ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। আজকে সে কথায়ই আটকে গেছে বিএনপি। আওয়ামী লীগ চার বার ক্ষমতায়। আবারও মানুষের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় আসব। আর বিএনপি গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে।