রাজধানীর মালিবাগ-মৌচাক এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে মগবাজার থেকে জামায়াতের একটি মিছিল বের হয়। মিছিলটি মৌচাক মোড়ে পৌঁছালে পুলিশের বাধায় কিছুটা পিছু হটে।
দলটির ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে এক দল নেতাকর্মী বিক্ষোভ প্রদর্শন শুরু করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
মালিবাগ-মৌচাক এলাকায় জামায়াতের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে।
প্রত্যক্ষদর্শী একজন জানান, মিছিলের শুরুতে জামায়াতের অনুসারীদের কর্মসূচি না পালন করতে পুলিশের সদস্যরা অনুরোধ করেন। তারা তা না মেনেই মিছিল চালিয়ে যায়।