অবরোধ চলাকালে রাজশাহীতে একটি যাত্রীবাহী বাস ও দুটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হাতাহত হয়নি।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার দুপুরে নাটোর থেকে কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে রাজশাহীর শিবপুর এলাকায় রাস্তা অবরোধ করেন। এ সময় তারা যাত্রীবাহী বাস এবং দুটি ট্রাকে ভাঙচুর চালান। পরে স্থানীয় জনতা তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যান। বাসে অন্তত ৫০ জন যাত্রী ছিল। ভাঙচুরের সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ আহত হয়নি। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সব রাস্তায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।
বিএনপি, জামায়াত ও কয়েকটি রাজনৈতিক দলের দেশব্যাপী তৃতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিনে রাজশাহী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। ট্রাক চলাচলও বন্ধ রয়েছে। তবে, সকাল থেকেই নগরীতে রিকশা ও সিএনজি চলাচল স্বাভাবিক আছে।
এদিকে অন্যন্য অবরোধের মত রাজশাহী নগরীর মোড়ে মোড়ে অবস্থান করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।