প্রচ্ছদ ›› রাজনীতি

রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত সাজেদা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২২ ২১:৪১:২৩ | আপডেট: ২ years আগে
রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত সাজেদা চৌধুরী

চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।

সোমবার বিকেল সোয়া ৬টায় দিকে তাকে রাজধানীর বনানী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতারা। আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এর আগে সাজেদা চৌধুরীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনা হয়। সেখানে বিকেল ৪টা ১৮ মিনিটে দলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সৈয়দা সাজেদা চৌধুরীর প্রথম জানাজা সম্পন্ন হয় তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দার এমএন (মহেন্দ্র নারায়ণ) একাডেমি মাঠে। এতে অংশ নেন হাজারো মানুষ। জানাজা শেষে সাজেদা চৌধুরীর মরদেহ আবার ঢাকায় নিয়ে আসা হয়। তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

রোববার রাত ১১টা ৪০ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা। ৮৭ বছর বয়সে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।