প্রচ্ছদ ›› রাজনীতি

রাস্তা থেকে জিয়ার নামের ফলক নামিয়ে নিল বাল্টিমোর সিটি

নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২১ ১৬:২০:৪২ | আপডেট: ৩ years আগে
রাস্তা থেকে জিয়ার নামের ফলক নামিয়ে নিল বাল্টিমোর সিটি

যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড স্টেটের বাল্টিমোর শহরের একটি রাস্তা থেকে বাংলাদেশের সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের নামের নামফলক সরিয়ে ফেলেছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার মেরিল্যান্ড রাজ্যের বাল্টিমোর সিটির মেয়রের কার্যালয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়।

যুক্তি ছিল জেনারেল জিয়া একজন সামরিক স্বৈরশাসক যিনি রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন এবং আমেরিকায় তার নাম ফলক দিয়ে সম্মান দেয়া উচিত নয়।

শুনানি শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ নেতারা বলেন, মেয়র কার্যালয় স্পষ্ট করে দিয়েছে যে তারা কোনো সামরিক স্বৈরশাসকের নামে নামকরণ করে সম্মান করবে না।

এর আগে আওয়ামী লীগ নেতারা জিয়াউর রহমানের নাম সরিয়ে ফেলার জন্য মেয়রের কার্যালয়ে আবেদন করেন।