প্রচ্ছদ ›› রাজনীতি

শপথ নিলেন মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক
০৯ ফেব্রুয়ারি ২০২২ ১০:৪০:২৩ | আপডেট: ৩ years আগে
শপথ নিলেন মেয়র আইভী

শপথ নিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী।

বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইভীকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করতে যাচ্ছেন আইভী।

মেয়রের শপথ নেওয়া শেষে নবনির্বাচিত কাউন্সিলদের শপথ শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।