প্রচ্ছদ ›› রাজনীতি

সংসদে বিরোধী দল কে হবে, তা এখনো নিশ্চিত নয়: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারি ২০২৪ ১৮:৩৮:৫৯ | আপডেট: ৩ মাস আগে
সংসদে বিরোধী দল কে হবে, তা এখনো নিশ্চিত নয়: ওবায়দুল কাদের
ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদে বিরোধী দল কে হবে, তা এখনো নিশ্চিত হয়নি। এ বিষয়ে নতুন সরকারের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।

জাতীয় সংসদে বিরোধী দল কে হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘লিডার অব দ্য হাউস অর্থাৎ যিনি নতুন প্রধানমন্ত্রী হবেন, তিনিই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। সরকার গঠন করে তিনি তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন করবেন। আমাদের ইশতেহারে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আগামী বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।’