প্রচ্ছদ ›› রাজনীতি

সন্ধ্যায় আ. লীগের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
১২ আগস্ট ২০২৩ ১৬:০১:০৬ | আপডেট: ১ year আগে
সন্ধ্যায় আ. লীগের বৈঠক

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গত রোববার আওয়ামী লীগের তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে বিশেষ বর্ধিত সভা করেছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নেতাদের নিয়ে আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসছেন তিনি।

দলটির একাধিক সিনিয়র নেতা জানিয়েছেন, এ বৈঠকে দলের আগামী রাজনীতি ও নির্বাচনের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সভায় সুনির্দিষ্ট ৯টি এজেন্ডার পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির বিষয়েও আলোচনা এবং সিদ্ধান্ত আসতে পারে।

আওয়ামী লীগের পক্ষে জাতীয় সংসদ নির্বাচন পরিচালনায় এতদিন সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এইচ টি ইমাম। তার মৃত্যুর পর এখন কার কাঁধে এ দায়িত্ব পড়বে, তা নিয়ে আওয়ামী লীগে নানা ধরনের আলোচনা রয়েছে।

তবে দলটির একাধিক সূত্র বলছে, নির্বাচন সমন্বয়কের দায়িত্ব পেতে পারেন তিন আমলা। তারা হচ্ছেন- সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

এ ছাড়া দলটির নেতারা বলছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের ‘বিশেষ বার্তা’ দেবেন দলীয় সভাপতি। এ ছাড়া বৈঠকে নির্বাচনের প্রস্তুতি, তৃণমূলের অভ্যন্তরীণ বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকা, বিএনপিসহ বিরোধীদের আন্দোলন মোকাবিলাসহ নানা জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হবে।

আজকের বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে নেতারা জানান, দলের আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের দেওয়া রিপোর্টগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হবে। বিশেষ বর্ধিত সভায় যে সমস্যাগুলো তৃণমূলের নেতারা জানিয়েছেন, সেগুলোর বিষয়েও নিদের্শনা দিতে পারেন দলের প্রধান।