প্রচ্ছদ ›› রাজনীতি

সপ্তম দফার অবরোধ শেষ আজ

নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর ২০২৩ ০৯:১৭:৪২ | আপডেট: ১ year আগে
সপ্তম দফার অবরোধ শেষ আজ

সরকার পতনের এক দফা দাবিতে বিরোধী জোটের সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের শেষ দিন আজ সোমবার। আজ রাত শেষে মঙ্গলবার শেষ হবে দুদিনের এই কর্মসূচি।

রাজধানীতে অবরোধের প্রভাব তেমন না পড়লেও গণপরিবহন চলাচল করছে কম। মহাসড়কগুলোতেও চলছে না দূরপাল্লার বাস।

এদিকে আজ নতুন কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। দলটির দায়িত্বশীল নেতারা জানিয়েছেন, মঙ্গলবার বিরতি দিয়ে বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা আসতে পারে।

অবরোধের প্রথম দিনে রবিবার সকাল থেকে গাবতলী, মহাখালী ও সায়দাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস তেমন ছাড়েনি। যাত্রীর অপেক্ষায় টার্মিনালের কাউন্টারগুলো। দু-একটি বাস দীর্ঘক্ষণ পরে ছাড়ে।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলার পর সরকারের পদত্যাগের এক দফার দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর থেকে সারাদেশে দুদফায় তিনদিন হরতাল ও ছয় দফায় ১৩ দিন অবরোধ কর্মসূচি পালন করেছে।