বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেকোনো পরিস্থিতি মোকাবিলা ও নগরবাসীর জান-মাল রক্ষায় ঢাকা শহরে পুলিশের ২০ হাজার সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও নিয়োজিত রয়েছে।
এখন পর্যন্ত রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক আছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে সজাগ আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান হারুন অর রশিদ জানান, পুরো রাজধানীতে পুলিশের ২০ হাজার সদস্যের ফোর্স মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয় সকাল ১০টায়।
বিএনপির সমাবেশে হামলা-ভাঙচুরের আশঙ্কায় রাস্তায় গণপরিবহন নেই বললেই চলে। রাজধানীর অধিকাংশ সড়ক ফাঁকা। তবে দুই-একটি বাস, ব্যক্তি গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।