আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম জানিয়েছেন, জাতীয় সম্মেলনের আগে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্তরা আর কোনো কমিটি দিতে পারবে।
শনিবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘ছাত্রলীগ নতুন করে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোনো জেলা, উপজেলা কিংবা বিশ্ববিদ্যালয় শাখা সর্বোপরি কোনো শাখার কাগুজে কমিটি দিতে পারবে না।’
এর আগে গত ৪ নভেম্বর সম্মেলনের তারিখ চূড়ান্ত হওয়ার পর ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব বেশ কিছু শাখার কমিটি দিয়েছে এবং সেগুলো নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় এই নিষেধাজ্ঞা দিলো আওয়ামী লীগ।