সরকারকে আর কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে যশোর জেলা যুবদল নেতা বদিউজ্জামান ধনি হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ হয়। গত মঙ্গলবার যশোর শহরের বেজপাড়া চোপদারপাড়া এলাকাং যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘বহু খুন, হত্যা দেখেছি, আর আমরা তা দেখতে চাই না। এবার প্রতিরোধ হবে, এবার প্রতিবাদ হবে। সরকারকে আর কোনো ছাড় দেওয়া যাবে না। আপনারা এখন প্রস্তুতি নিন এই সরকারের পতন ঘটাতে হবে। এক বদিউজ্জামান ধনির হত্যার বিচার করে লাখ মানুষের হত্যার বিচার করা যাবে না এই সরকারের পতন না করা পর্যন্ত।’
মির্জা আব্বাস বলেন, ‘আজকে বদিউজ্জামান ধনির খুনকে সরকার বিএনপির ওপর চালান করতে চাচ্ছে, যে এটা অভ্যন্তরীণ কোন্দল। আমরা স্পষ্ট করে বলতে চাই, এটা কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়। এই হত্যাকাণ্ডটা আওয়ামী লীগ ঘটিয়েছে এবং একের পর এক হত্যা করে বিএনপি কর্মীদের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা করছে।’
তিনি বলেন, ‘বিএনপির কর্মীরা কখনো ভয় পায় না। আমরা বদিজ্জামান ধনি হত্যার সঠিক বিচার আশা করছি। যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয় বিএনপি এর বিচার করবে। আমাদের ভয়ের কোনো কারণ নেই।’
বিএনপি একটি পতিত দল বলে আ্ওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে মন্তব্য করেছেন, এর জবাবে মির্জা আব্বাস বলেন, ‘‘পত্রিকায় আজকে আসছে- বিএনপি নাকি একটি পতিত দল। যিনি (ওবায়দুল কাদের) পতিত দল বলেছেন, তার সম্পর্কে দুই-একটা কথা না বললেই নয়, বলতেই হয়। একসঙ্গে (১/১১ সময়কাল) জেলে ছিলাম। সারা দিন জেলখানায় প্রায় কান্নাকাটি করতেন। আর ওই সময়ে অনেকের সামনেই কান ধরে বললেন, ‘আমি জীবনে আর রাজনীতি করমু না’। আজকে উনার মুখ থেকে বেরিয়েছে পতিত দল। উনার সম্পর্কে কথা হয়েছে কাউয়া কাদের...তার মুখ থেকে বের হয়েছে পতিত দল কথা যার অর্থ আমি বুঝতে পারিনি।’’
আব্বাস বলেন, ‘আামি বলব, বিএনপি যদি পতিত দল হয়ে থাকে তাহলে এত ভয় কেনো আপনাদের? আমাদেরকে মিছিল-মিটিং করতে দেন না। একটা পতিত দল মিছিল করবে, মিটিং করবে আপনাদের ভয়ের কী আছে?’
ঢাকা মহানগর উত্তর যু্বদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টনের সভাপতিত্বে ও সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল এবং দক্ষিণের খন্দকার এনামুল হক এনামের সঞ্চালনায় সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নিরব, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল হক, রফিকুল আলম মজনু, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি কামারুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকারসহ যুবদলের মহানগর নেতারা বক্তব্য দেন।