প্রচ্ছদ ›› রাজনীতি

সরকারকে বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর ২০২২ ১৪:৫২:২৮ | আপডেট: ২ years আগে
সরকারকে বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত: তথ্যমন্ত্রী
ড. হাছান মাহমুদ | পুরনো ছবি

বিএনপির সমাবেশে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে সরকার। তাই সরকারকে বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শনিবার সকালে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভার ভেন্যু–পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেছেন, বিগত সময়ে বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি করেছে। তারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। আর এ কারণে বিএনপির সমাবেশের আগে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছে।

মন্ত্রী বলেন, ‘২০১৩-১৪ সালে বিএনপি পরিবহন সেক্টরে এত জ্বালাও-পোড়াও করেছে যে, এ কারণে তাদের সমাবেশের আগে ভীতসন্ত্রস্ত হয়ে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে। এ ছাড়া পরিবহন সংগঠনগুলোতে বিভিন্ন দলের মানুষ আছে। পরিবহন ধর্মঘটের সঙ্গে সরকার কোনো সম্পর্ক নেই।’

তিনি বলেন, ‘সরকারকে বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত। কারণ তাদের সমাবেশে এখন পর্যন্ত একটি পটকাও ফুটেনি। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগকে কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। আওয়ামী লীগের সভা-সমাবেশে বোমা হামলা করে তারা মানুষ মেরেছে। অথচ এখন বিএনপির সমাবেশে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে সরকার।’

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভায় কয়েক লাখ মানুষের সমাবেশ ঘটবে বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।