প্রচ্ছদ ›› রাজনীতি

সরকারের দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য বেড়েছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
০৬ মার্চ ২০২২ ১৫:৪৮:৪৫ | আপডেট: ৩ years আগে
সরকারের দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য বেড়েছে: ফখরুল

দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার পেছনে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ও দলীয় নেতাদের দুর্নীতিকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “আজকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার একটা কারণ সেটা হচ্ছে আওয়ামী লীগের মন্ত্রী এবং তাদের নেতাদের দুর্নীতি। আজকে তারা দুর্নীতি করে ফুলে ফেঁপে বড় হচ্ছে। ওষুধের দাম বাড়ছে। স্বাস্থ্যখাতে হাজার কোটি টাকার দুর্নীতি হয়, কোনো বিচার হয় না। চাঁদপুরে ভূমি অধিগ্রহণ করতে গিয়ে সেখানের ডিসি অভিযোগ করেন ৩৬৫ কোটি টাকা মন্ত্রীর আত্মীয় স্বজনরা নিয়ে গেছেন। সবক্ষেত্রে মূল্যবাড়ার একটাই কারণ এই সরকারের দুর্নীতি। সেই সঙ্গে তাদের অযোগ্যতা”।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, “আজকে যে বিষয় নিয়ে এ বিক্ষোভ এটা দেশের মানুষের একেবারে অন্তরের কথা। তারা বলছেন, আমরা আর পারছি না। আমাদের জীবন আর চলছে না। তেল-ডাল-লবণ অন্যদিকে গ্যাস-পানি-বিদ্যুতের দাম বাড়ছে। সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। নূন্যতম বেঁচে থাকার জন্য যে খাবার দরকার সে খাবার কিনতে পারছে না। মানুষ নিরাপত্তা পাচ্ছে না। স্কুল-কলেজের বেতন বাড়ছেই। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে এমন এমন হেড মাস্টার- ভিসি নিয়োগ দেওয়া হচ্ছে যারা সারাক্ষণ চুরি করেন। আজকে বিশ্ববিদ্যালয়গুলো চুরির আখড়ায় পরিণত হয়েছে”।

চাল-ডাল-তেলসহ দ্রব্যমূল্য বাড়ার প্রতিবাদে গত ২৬ ফেব্রুয়ারি থেকে প্রতিবাদ বিক্ষোভ শুরু করার পর থেকে সরকারের টনক নড়ে গেছে দাবি করে ফখরুল বলেন, “তারা আজকে থানা-উপজেলা-জেলায়ও আক্রমণ চালাচ্ছে, হানা দিচ্ছে। দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করছে। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় আটকে রেখেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিদেশে নির্বাসিত করে রেখেছে। আজকে এ ভয়াবহ সরকার বিনাভোটে নির্বাচিত হয়ে, শুধু রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে টিকে আছে, তাদের সরাতে হবে”।