প্রচ্ছদ ›› রাজনীতি

সরকারের বিরুদ্ধে ‘অসহযোগ আন্দোলনের’ ঘোষণা বিএনপির

নিজস্ব প্রতিবেদক
২০ ডিসেম্বর ২০২৩ ১৫:২৮:০১ | আপডেট: ১ year আগে
সরকারের বিরুদ্ধে ‘অসহযোগ আন্দোলনের’ ঘোষণা বিএনপির

বিএনপি আজ থেকে সরকারের বিরুদ্ধে 'অসহযোগ আন্দোলনের' ঘোষণা দিয়েছে এবং ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনের ঘোষণা দেন।

রিজভী বলেন, আজ থেকে সরকারকে সহযোগিতা না করার জন্য সর্বস্তরের জনগণ ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

তিনি আরও বলেন, বিএনপি এখন থেকে জনগণকে কর না দেওয়ার আহ্বান জানাচ্ছে।