করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার বিকেলে তার নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। সিটি করপোরেশনের তথ্য কর্মকর্তা মো. আবু নাছের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্যারের ছেলেকে লন্ডনে নিয়ে যাবেন বলে আজ সকালে তিনি করোনা পরীক্ষা করান। তার দুই ছেলের নমুনা পরীক্ষার ফল গতকাল নেগেটিভ এসেছে। ১০ দিন আগে মেয়রের স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে তাপস ঘরেই আইসোলেশনে ছিলেন।
এ ছাড়া তাপসের দেহরক্ষী শেখ আশিকুজ্জামানও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান নাছের।