প্রচ্ছদ ›› রাজনীতি

সার্চ কমিটি জনগণের সঙ্গে প্রতারণা: ফখরুল

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২২ ১৫:১৬:৩৭ | আপডেট: ৩ years আগে
সার্চ কমিটি জনগণের সঙ্গে প্রতারণা: ফখরুল

সার্চ কমিটির মাধ্যমে ইসি করে জনগণকে বোকা বানিয়ে ২০১৪ সালের মতো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা পাকাপোক্ত করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপিল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সার্চ কমিটি গঠনকে জনগণের সঙ্গে প্রতারণা বলেও মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, “নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। আমরা আগেই বলেছি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ছাড়া নির্বাচন কমিশন গঠন করে কোনো লাভ নেই। নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি করা হয়েছে, তা জনগণের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই নয়।”

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ‘স্মৃতির অ্যালবাম’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দেশে দুর্নীতি এখন ক্যানসারের মতো ছড়িয়ে পড়েছে দাবি করে ফখরুল বলেন, “দেশে ভয়াবহভাবে দুর্নীতি ছড়িয়ে পড়েছে, যার নেতৃত্বে সরকার। কয়েকদিন আগে মন্ত্রীসহ দুজনের কথোপকথনের রেকর্ড ছড়িয়ে পড়েছে, সেখানেও দুর্নীতির কথা বেরিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্যরা দুর্নীতি করছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করছেন, তারাও দুর্নীতি করছেন। এমন কোনো জায়গা নেই, যেখানে দুর্নীতি হচ্ছে না।”

“আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে, গণতন্ত্র ধ্বংস করেছে”- এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, “১৯৭১ সালে আমরা একটি স্বাধীন গণতান্ত্রিক দেশের স্বপ্ন দেখেছিলাম। আজকে গণতন্ত্রকে পুরোপুরি নির্বাসিত করা হয়েছে। আওয়ামী লীগ আজ গণতন্ত্রের কথা বলে। কিন্তু তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংসের জন্য কাজ করে। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে, ততবারই গণতন্ত্রকে ধ্বংসের জন্য কাজ করেছে।”