বুকে ব্যথা অনুভব করায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন মির্জা আব্বাস।
ডা. রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেল থেকেই বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করছিলেন মির্জা আব্বাস। ব্যথা না কমায় রাতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করলে উচ্চ রক্তচাপসহ কিছু সমস্যা ধরা পড়ায় তাকে সিসিইউতে নেন চিকিৎসকরা।