বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
বিএনপির গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে অধ্যাপক মুমিনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, ফখরুল হৃদরোগসহ বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন, যা তার সাম্প্রতিক কারাবাসের সময় আরও তীব্র হয়ে ওঠে।
সিঙ্গাপুরে এক সপ্তাহ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার দেশে ফেরেন তিনি। গত ১০ ফেব্রুয়ারি ফখরুল ও তার স্ত্রী ফলো-আপ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান।
২০১৫ সালে কারাগারে থাকা অবস্থায় ফখরুলের ঘাড়ের অভ্যন্তরীণ ক্যারোটিড ধমনীতে ব্লক ধরা পড়ে। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। এরপর থেকে ফলো-আপ চিকিৎসার জন্য প্রতি বছর তাকে সিঙ্গাপুরে যেতে হয়। গত ৯ জানুয়ারি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।
গত বছরের ৭ ডিসেম্বর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মির্জা ফখরুল ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ।
এদিকে, গত ৯ ডিসেম্বর রাজধানীতে বিএনপির বহুল আলোচিত জনসভার একদিন আগে রাজধানীর বাসা থেকে ফখরুল ও আব্বাসকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। পরে গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
ঢাকার একটি আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।